অটিস্টিক শিশুদের জন্য চাই সচেতনতা

কিশোর বাংলা প্রতিবেদন: সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন অটিজম-আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। অটিস্টিক শিশুদের জন্য চাই সচেতনতা। অনেক বিশ্ববিখ্যাত ব্যক্তি রয়েছেন, যাঁরা অটিস্টিক। তাঁরা নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে উন্নতির চূড়ায় অবস্থান করছেন। তাই কোনো অটিস্টিক শিশুকে অবহেলা ও হেয় না করে অন্য সব শিশুর মতোই সুস্থ আচরণ করা উচিত। গণসচেতনতা তৈরি করতে পারলে এসব শিশুকে স্বাভাবিক জগতে ফিরিয়ে আনা সম্ভব।

‘অটিজম’ অর্থ নিজের মধ্যে মগ্ন থাকা। এটি কোনো বংশগত বা মানসিক রোগ নয়। মস্তিষ্কের একটি স্নায়ুবিক সমস্যা এটি। অটিজম একটি সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন অবস্থা, যা একটি শিশুর জন্মের তিন বছর বয়সের মধ্যে প্রকাশ পায়। বিশেষজ্ঞরা অটিজম না বলে একে ‘অটিজম স্পেট্রাম ডিজঅর্ডার’ বলে থাকেন। মৌখিক ও অমৌখিক যোগাযোগে সীমাবদ্ধতা এবং পুনরাবৃত্তিমূলক আচরণ ও খেলার ক্রিয়াকলাপে সীমাবদ্ধতা উল্লেখযোগ্য।

এ সমস্যা কেন হয়, তার সঠিক কারণ এখনো জানা সম্ভব হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করেন, মাতৃগর্ভে মস্তিষ্কে ও স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে শিশু অটিজমে আক্রান্ত হয়। এর ২০ থেকে ৩০ শতাংশ শিশুকে সঠিক চিকিৎসা,পরিচর্যা, শিক্ষা, সচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটিয়ে দৈনন্দিন জীবনের মূল স্রোতধারায় আনা সম্ভব।

অটিজম শিশুরা অন্যদের চেয়ে একটু আলাদা। এদের মধ্যে বৈচিত্র্য রয়েছে, অথচ এই বৈচিত্র্য আমরা পছন্দ করি না। ফলে আমরা অনেকেই অটিজম শিশুকে বৈষম্যের চোখে দেখি। নানা ধরনের অর্বাচীন বাংলা ব্যবহার করে ওই সব শিশুকে হেয় করি। এটা একেবারেই অনুচিত। এ ধরনের দৃষ্টিভঙ্গি পরিহার করা উচিত।

এ শিশুরা প্রথম ধাক্কা খায় বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর। ক্লাসে অনেকে এসব শিশুর সঙ্গে পীড়াদায়ক আচরণ করে। তাই প্রথমেই শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানো উচিত, যাতে কোনো অটিস্টিক শিশুকেই কারণে-অকারণে হেয়প্রতিপন্ন না করা হয়—সেটি নিশ্চিত করা উচিত। এ ছাড়া অটিস্টিক শিশুদের পিতা-মাতাদের একটি সংগঠন থাকা উচিত। এমনকি অটিস্টিক শিশুদের মেধা ও সম্ভাবনা কাজে লাগাতে সব ধরনের সুযোগও গ্রহণ করা উচিত।

শুধু অভিভাবকদের দায়িত্বশীলতা, সঠিক পরিচর্যা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন নয়, সমাজেরও দৃষ্টিভঙ্গির পরিবর্তনই পারে অটিস্টিক শিশুকে সুস্থ ও সঠিক জীবন দিতে। একটি অটিস্টিক বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর ভেতর বুদ্ধির স্বল্পতা থাকতে পারে; কিন্তু তারা অত্যন্ত সম্ভাবনাময় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *