কিশোরবাংলাপ্রতিবেদন: চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের যৌথ উদ্যোগে নবান্ন উৎসব, পিঠা প্রদর্শনী ও আলোচনা সভা গতকাল বিকেল ৪টায় শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সরকারি শিশু বিকাশ কেন্দ্রের শিশু শিক্ষার্থী সুজন দাশের সভাপতিত্বে ও একাডেমির প্রশিক্ষক তানভীরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত নবান্ন উৎসবের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরীন, চট্টগ্রাম উইমেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মুস্তফা, মীর ফজলে আকবর ও ওয়ার্ল্ড ভিশন চট্টগ্রামের প্রকল্প পরিচালক রবার্ট কমল সরকার।
স্বাগত বক্তব্য রাখেন শিশু একাডেমির জেলা সংগঠক নারগীস সুলতানা। সভায় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের সন্তানেরা পিঠা সম্পর্কে তেমন কিছু জানে না। পিঠা আমাদের গ্রাম–বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য। আমাদের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য ধরে রাখতে হলে দেশের ছয়টি ঋতুর বিভিন্ন ধর্মীয় ও ঋতু উৎসব সম্পর্কে শিশুদেরকে সম্যক ধারণা দিতে হবে।
দেশীয় সংস্কৃতিকে বুকে ধারণ করতে পারলেই আমরা আমাদের ঐতিহ্য ফিরে পাব। আলোচনা সভাশেষে পিঠা প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিবৃন্দ। সবশেষে নবান্ন উৎসব উপলক্ষে শিশু একাডেমির ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।