কিশোর বাংলা প্রতিবেদন : শিশু-কিশোরদের কথা বলার জন্য উন্মোচিত হয়েছে বাংলাদেশের প্রথম শিশু-কিশোরভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত’ এর লোগো। ১৫ অক্টোবর পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে টেলিভিশনটি।
রাজধানীর একটি অভিজাত পাঁচতারকা হোটেলে বৃহস্পতিবার লোগো উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ‘ছোট কাকু’র স্রষ্টা লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।
‘দুরন্ত’ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাঈদ চ্যানেল আই অনলাইনকে বলেন, বাংলাদেশে শিশুদের জন্য হাতে গোনা কয়েকটি বিনোদন উপাদান থাকলেও তা অপ্রতুল। আমাদের শিশুরা বাংলা ভাষায় দেশীয় সংস্কৃতি ও বিষয়বন্তুর বিনোদন না পাওয়ার কারণে বিদেশী সংস্কৃতি এবং অনুপোযোগী বিষয়বস্তুর দিকে ঝুঁকে পড়ছে।
আমাদের কোমলমতি শিশুরা যাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও বিনোদনের মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারে সেজন্যই শিশুতোষ টিভি চ্যানেল ‘দুরন্ত’-এর যাত্রা। আমরা আশা করি, আমাদের সম্প্রচারিত অনুষ্ঠানমালা শিশুরা এবং শিশুদের অভিভাবকরা উপভোগ করবেন।
তিনি আরো জানান, বাংলা ভাষায় দেশীয় সংস্কৃতির বিভিন্ন বিষয়বস্তুর ওপর তৈরি শিশুদের উপযোগী বিনোদনসহ এই চ্যানেলে শিশুদের জন্য তাদের পরিবারকে নিয়ে ট্রাভেল শো, স্কুল ম্যাজিক শো, সাইন্স শো, স্পোর্টস শো, ফ্যামিলি শো, অরিগামি শো, পুতুল শোসহ আকর্ষণীয় বিদেশী কার্টুন ও সিনেমা বাংলায় ডাবিং করে সম্প্রচারিত হবে চ্যানেলটিতে।