নির্মিত হলো ‘কালার অফ চাইল্ডহুড’

কিশোর বাংলা প্রতিবেদন: মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও এক কিশোরের মনস্তত্ত্ব নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। শাহাদাত রাসএল-এর চিত্রনাট্য ও পরিচালনার নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কালার অফ চাইল্ডহুড’।
চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও একজন কিশোরের মনস্তাত্ত্বিক অবস্থানের দ্বৈত চরিত্র। সম্প্রতি চলচ্চিত্রটির অফিসিয়াল পোস্টার অনলাইনে প্রকাশিত হয়েছে।
এর আগে শাহাদাত রাসএল নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেফিনিশন অফ পলিটিক্স’ দেশীয় ও আন্তর্জাতিক বেশ কিছু ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়।
আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালকে কেন্দ্র করে ইমেজ ব্রেকার মুভিজ নির্মিত ‘কালার অফ চাইল্ডহুড’ প্রযোজনা করেছেন মিশু মোর্শেদ।
অভিনয় করেছেন নাফিস আহমেদ, জয়িতা মহলানবিশ, আলিফ, মিঠা মামুন সহ অনেকে।