শিশুনাট্য কর্মশালা এবং শিশু চলচ্চিত্র উৎসব

কিশোর বাংলা প্রতিবেদন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘পিপল্স ফিল্ম সোসাইটি’ আয়োজন করছে দুই দিনব্যাপী ‘শিশু চলচ্চিত্র উৎসব ২০১৮’।
২১-২২ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজিটাল কালচারাল আর্কাইভে অনুষ্ঠি হবে এই অনুষ্ঠান। এই উৎসবে থাকছে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, সিনেমা নির্মাণের গল্প এবং প্রদর্শনী।
২১ তারিখে প্রদর্শিত হবে সৈয়দা আবয়ার জ্বোহা দ্রাহার ‘দ্যা রেজাল্ট’, মো. শরীফুল ইসলাম শামীমের ‘কিশোরীর হাত’, রাজু আহমেদ রানক ও দেওয়ান সানজিদুল আরাফাতের ‘বাঁশের খেলনা’, তারেক আজিজ নিশকের ‘সমান্তরাল যাত্রা’, সুমনা সিদ্দিকী’র ‘মাধো’ এবং মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তার বন্ধুরা’।
২২ সেপ্টেম্বর, বিকাল ৩টা থেকে প্রদর্শিত হবে শরীফুল ইসলাম শামীমের ‘ছোট বন্ধু’, নিশাত তাসনীম ঐশীর ‘তোমার জন্য’, নহিদা হাসানাত ও সিফাতুল ইহসান অপূর্বর ‘বাক্সবন্দি’, মো. মাসুদের ‘কাগজের নৌকা’, রহমান লেলিনের ‘মন ফড়িং’, মো. আবিদ মল্লিকের ‘এ লিটল রেড কার’, লুসি তৃপ্তি গোমেজের ‘ডাকঘর’ এবং প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ‘মাটির ময়না’।
উল্লেখ্য, ১২-১৫ বছর বয়সী শিশুরা কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবে।