শিশুদের ঈদ আনন্দ

কিশোর বাংলা প্রতিবেদন: ঈদের আনন্দ শিশুদের ছুঁয়ে যায় সবচে’ বেশি। তারা ঘুরে ঘুরে ঈদের দিনটি উদযাপন করতে ভালোবাসে। আর শিশুদের ভালোলাগা, আনন্দ ছুঁয়ে যায় বড়দেরও।
শিশুদের ঘিরেই ঈদের আনন্দ। তাই ঈদ মানেই তো শিশুর খুশি। শিশুদের জামাটা তাই কিনতে হয় সবার আগে। তাদের জামাটা হতে হয় অন্য রকম। সেই তোড়জোড় শুরু হয়ে গেছে শিশুদের ঈদের পোশাকের বাজারে। আবহাওয়া, চলতি ধারা আর নানান নকশায় বেশ রঙিন হবে এবার শিশুদের ঈদ, শিশুদের সব খুশি ঈদের পোশাক ঘিরে। ঈদ বেশি আনন্দ দেয় ছোটদের। তাই ঈদের কেনাকাটায় তাদের আবদারেরও শেষ নেই।
কোরবানীর ঈদে শিশুদের আনন্দ আরও বেরে যায় । কেননা কোরবানির পশু কেনা থেকে শুরু করে পশুর লালন-পালন, তাকে খাওয়ানো, গোসল করানো এমনকি পশুকে সজ্জিত করার কাজগুলো শিশুরা উৎসাহচিত্তে করে।
বিশেষ করে গ্রামের ঈদ উৎসবগুলোতে ঈদ এলেই একটা সাজ-সাজ রব পড়ে যায়। পশু কেনার জন্য বাবা-চাচার হাত ধরে পশুর হাটে যাওয়া। পশু পছন্দের ক্ষেত্রে শিশুদেরকেই অগ্রাধিকার দেয়া হয়। পশু কেনা হয়ে গেলে পশুর গলার দড়ি হাতে বাড়ি অবধি নিয়ে আসা। সবমিলিযে শিশুদের আনন্দের সীমা থাকে না।