শিশুদের মন স্বচ্ছ, সুন্দর ও পবিত্র। তাই শিশুদেরকে শৈশবকাল থেকেই সত্য ও সুন্দরের রঙে রাঙিয়ে তোলা যায়, তাহলে আলোকিত একটি সমাজ গগড়ে তোলা সম্ভব হবে।
কারণ আজকের শিশুরাই একদিন বড় হয়ে শৈশবের শিক্ষাকে কাজে লাগিয়ে তাদের সন্তানকেও এভাবে গড়ে তুলবে। এজন্য তাদের শৈশবকাল থেকেই ছোট ছোট ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত করা দরকার। বর্তমান সমাজ হল আত্মকেন্দ্রিকতার সমাজ। নিজেকে নিয়েই সবাই ব্যস্ত। কেউ কাউকে ছাড় দিতে এবং ছেড়ে দিতে রাজি নয়। আর এ কারণেই সৃষ্টি হয় নানা বিশৃঙ্খলা।
সবাইকে ভালোবাসা, অন্যদের সুযোগ করে দেয়া, একটু ঠেলে ওপরে উঠানো, বিপদে পাশে দাঁড়ানো ইত্যাদি গুণের লোক কমই পাওয়া যায়। সবাই নিজেকে ও নিজের চারপাশ নিয়েই আছে। এমন আত্মকেন্দ্রিকতা যেন শিশুদের পবিত্র মনে প্রবেশ না করে সে জন্য সচেতন থাকা দরকার। শিশুদের মাঝে সুন্দর গুণাবলীর চর্চা বাড়ানো প্রয়োজন।
তাই আসুন শিশুদের মনে আগ্রহ তৈরি করতে পারে আমরা তাদেরকে এমন কিছুই শিক্ষা দিই। সেই সঙ্গে তাদের উদার মানসিকতাসম্পন্ন করে গড়ে তুলতে এবং আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত করতে ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে’- এ শিক্ষাও দিতে পারি।