অবিশ্বাস্য রেকর্ড গড়লো কিশোর ক্রিকেটার প্রণব
ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলো ভারতের কিশোর ক্রিকেটার প্রণব ধনওয়াড়। এক ইনিংসে হাজার রানের অবিশ্বাস্য কৃতিত্ব দেখিয়েছেন ১৫ বছর বয়সী ব্যাটসম্যান প্রণব, যা ক্রিকেট বিশ্বে সাড়া ফেলেছে। বিরল এ রেকর্ড গড়ার জন্য শচীন টেন্ডুলকার, মাহেন্দ্র সিং ধোনির মতো বড় বড় তারকা ক্রিকেটারদের অভিনন্দনে সিক্ত হয়েছেন এই প্রতিভাবান কিশোর ক্রিকেটার।
স্কুল ক্রিকেট টুর্নামেন্টের এক ইনিংসে ১২৯টি বাউন্ডারি আর ৫৯টি ওভার বাউন্ডারি মেরে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ১৫ বছর বয়স কিশোর ক্রিকেটার প্রণব ধনওয়াড়ি। এর আগে ১৮৯৯ সালে আর্থার কলিন্স, ৬২৮ রানের পাহাড় গড়ে তাক লাগিয়ে দিয়েছিলো ক্রিকেট বিশ্ব’কে। ১১৬ বছর পর সে রেকর্ডকে ভেঙ্গে নতুন ইতিহাস রচনা করলো মুম্বাইয়ের এই কিশোর।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত স্কুল টুর্নামেন্টে আরিয়া গুরুকল স্কুলের বিপক্ষে মাঠে নামে প্রণবের কেসি গান্ধী স্কুল। এই ম্যাচে এক ইনিংসে ৩২৩ বলে ১০০৯ রানে অপরাজিত থাকেন মুম্বাইয়ের ক্ষুদে ব্যাটিং প্রতিভা প্রণব।
প্রণব ধনওয়াড় বলেন, ‘রেকর্ড নিয়ে আমি চিন্তিত ছিলাম না। আমি শুধু ভেবেছি আমাকে ভালো খেলতে হবে আর স্কোর করতে হবে।’
প্রণবের এই বিরল সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেণ্ডুলকার, মাহেন্দ্র সিং ধোনিসহ ক্রিকেট সংশ্লিষ্টরা। ক্রিকেট বোদ্ধারা স্কুল ক্রিকেট টুর্নামেন্টকে হালকাভাবে দেখতে নারাজ।
কেননা এর আগে মুম্বাই স্কুল ক্রিকেট টুর্নামেন্ট থেকে শচীন টেন্ডুলকার, রোহিত শর্মার মতো ক্রিকেটাররা জাতীয় দলের শক্তি বাড়িয়েছেন। অভিনন্দনের পাশাপাশি মহারাষ্ট্র রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রণবকে সব ধরণের সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।
মহারাষ্ট্রের ক্রীড়া মন্ত্রী বিনোদ তাওয়ারি বলেন, ‘সরকারের পক্ষ থেকে প্রবণের জন্য আমরা সর্বাত্মক সাহায্যের চেষ্টা করবো, যেনো ভবিষ্যতে ভারতকে আমরা বড় মাপের একজন ক্রিকেটার দিতে পারি।’
ছেলের সাফল্যে গর্বিত প্রণবের অটোরিকশা চালক বাবাও। চোখে স্বপ্ন ছেলে একদিন জাতীয় দলের হয়ে খেলে ভারতীয় ক্রিকেটকে আরো বহুদূর এগিয়ে নেবে।