বিশ্বকাপের ফাইনালে থাকবে না উদ্ধার পাওয়া থাই কিশোররা

কিশোর বাংলা প্রতিবেদন: থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকা পড়া কিশোরদের সময়মতো গুহা থেকে বের করে আনা গেলে তাদের বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন ফিফা সভাপতি। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, উদ্ধার পাওয়ার পর ওই কিশোরদের এক সপ্তাহ হাসপাতালে রাখতে চান তারা। এতে ধারণা করা হচ্ছে, সম্ভবত ফিফার ওই আমন্ত্রণ গ্রহণ করতে পারবে না উদ্ধার পাওয়া কিশোররা।
এ পর্যন্ত গুহায় আটকা পড়া ওই কিশোর ফুটবল দলের আট সদস্যকে বের করে এনেছেন উদ্ধারকারীরা। উদ্ধার করে আনার পর থেকে তাদের হাসপাতালে রাখা হয়েছে। বেশ কয়েকদিন না খেয়ে থাকার কারণে তারা শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলে জানা গেছে।
পাশাপাশি গুহায় থাকা বাদুর ও ইঁদুরের কারণে ওই বালকদের সংক্রামক রোগ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে খবর বিবিসির। ফলে তাদের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গেও তাদের দেখা করতে দেওয়া হয়নি।
গুহায় থাকা বাকি চার কিশোর ও তাদের ফুটবল কোচকে বের করে আনতে মঙ্গলবার ফের অভিযান শুরু করা হয়েছে। এই পাঁচ জনকে একসঙ্গে বের করার প্রস্তুতি নেওয়া হয়েছে।