২২৯ শিক্ষার্থী পেলেন মার্কেন্টাইল ব্যাংকের শিক্ষাবৃত্তি

কিশোর বাংলা প্রতিবেদন: ঢাকা বিভাগের ২২৯ জন শিক্ষার্থী পেয়েছেন ‘মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি’। ২০১৭ সালে ঢাকা বিভাগ থেকে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাস করা নির্বাচিত ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেওয়া হয় এক অনুষ্ঠানে।
রাজধানীর ফারস্ হোটেল অ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদ তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ২৯ জন অটিস্টিক ও প্রতিবন্ধী, ৫০ জন জেএসসি, ৩৩ জন এসএসসি, ৬৭ জন এইচএসসি এবং ৫০ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোটার শিক্ষার্থী রয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল আহ্সান এবং স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।