কিশোরবাংলাপ্রতিবেদন: শিশু উদ্যানটি প্রতিষ্ঠার ১০ বছর পরে ‘শেখ রাসেল শিশু উদ্যান’ নামকরণ হলেও এর কোনো উন্নয়ন হয়নি ৩৩ বছরেও।
পার্কের জন্য শহরের জয়নগর পাড়ায় একটি অর্পিত সম্পত্তির এক দশমিক সাত একর জায়গা নির্ধারণ করে ১৯৮৫ সালে উপজেলা পরিষদ থেকে ওই জমিতে দেওয়া হয় বাউন্ডারি আর তৈরি করা হয় কিছু বেঞ্চ।শিশুবান্ধব কোনো পরিবেশ এখানে নাই।
এখনও সেভাবেই পড়ে আছে উদ্যানটি। জঙ্গলে ভরা এ উদ্যানটি অন্তত খোলা থাক, চায় শিশুরা। এখানে অন্তত স্লিপার, দোলনা আর কিছু রাইডস চায় ওরা।
এলাকার সাংস্কৃতিক কর্মীরাও শিশুদের জন্য এর সংস্কার চান। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ-শেরুল ইসলাম জানান, শিশু উদ্যানটি পৌর এলাকায়। পৌরসভা চাইলে এখানে স্থাপনা করতে পারে।