শুরু হচ্ছে কিশোর-কিশোরীদের ‘তীর লিটল শেফ’ প্রতিযোগিতা
কিশোর বাংলা প্রতিবেদন: রন্ধন শিল্পে কিশোর-কিশোরীদের সৃজনশীলতা ফুটিয়ে তুলতে ‘তীর লিটল শেফ’ রান্নার প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স ১২-১৬ বছরের মধ্যে হতে হবে। বিজয়ী পাবেন পাঁচ লাখ টাকা। পুরো প্রতিযোগিতাটির ১৩টি পর্বে দুরন্ত চ্যানেলে প্রচারিত হবে।
গতকাল রাজধানীর বনানীর দুরন্ত টেলিভিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান সিটি গ্রুপের নির্বাহী পরিচালক সোয়েব এম আসাদুজ্জামান।
বাছাইপর্বে অংশ নিতে ইচ্ছুকদের নিবন্ধনের জন্য মেসেজে ইংরেজিতে টিএলসি (ঞখঈ) লিখে স্পেস দিয়ে বিভাগের কোড, স্পেস দিয়ে বয়স ও স্পেস দিয়ে নাম লিখে এসএমএস করতে হবে ২২০১০ নম্বরে। এছাড়াও তীরের ফেসবুক পেজ থেকেও নিবন্ধন করা যাবে, এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ০১৩০৯০০২৮৮৭ নম্বরে যোগাযোগ করে।

