‘শিশু-কিশোরদের মধ্যে জনসেবার অভ্যাস গড়ে তুলুন’

কিশোর বাংলা প্রতিবেদন: শিশু-কিশোরদের মধ্যে জনসেবার অভ্যাস গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ কাজ ছোটবেলা থেকেই করতে হবে। রোববার দুপুরে চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
প্রধানমন্ত্রী রোভার স্কাউটদের প্রতি বলেন, প্রিয় রোভার স্কাউটবৃন্দ আগামীতে তোমরাই জাতিকে নেতৃত্ব দেবে। এ জন্য তোমাদের দেশপ্রেম থাকতে হবে, মানবিক মূল্যবোধ থাকতে হবে। আমি আশা করি নিজেকে তোমরা সেভাবে গড়ে তুলবে। শিশু-কিশোরদের মধ্যে জনসেবার চর্চা ছোটবেলা থেকেই করতে হবে, সেদিকে সবাই খেয়াল রাখবেন।
দীর্ঘ আট বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার চাঁদপুরে পৌঁছান। এর পর চরভাঙ্গায় বাংলাদেশ স্কাউটের ৬ষ্ঠ ন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পে (কমডেকা) সকাল ১১টায় বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি। আজ বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।