মে মাসেই মা দিবস
সম্পাদকীয়ঃ মে ২০১৮ সংখ্যা
মে মাসেই মা দিবস
আমাদের সবার কাছেই সবার মা প্র্রিয়। মে মাসের দ্বিতীয় রবিবার বাংলাদেশে মা দিবস হিসেবে পালন করা হয়। যদিও দুনিয়ার নানান দেশে নানান তারিখে উদযাপিত হয় মা দিবস। ওদিকে মে মাসের পয়লা তারিখই কিন্তু ছুটি থাকে পুরো দুনিয়ায়। মে দিবস।
মে মাসে আমাদের প্রধান দুই কবির জন্ম দিবস। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। একজন বিশ^ কবি। অন্যজন আমাদের জাতীয় কবি ও বিদ্রোহী কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে। আর কাজী নজরুল ইসলাম জন্মেছেন ১৮৯৯ সালের ২৫ মে। বাংলাদেশের রণসংগীত ‘চল, চল, চল’কাজী নজরুল ইসলামের লেখা। এই দুই কবির জন্মদিনের কারণেও মে মাসটা
আমাদেও কাছে গুরুত্বপূর্ণ।
তোমাদের সবাইকে মে মাসের শুভেচ্ছ।
