চট্টগ্রাম সুইমিং কমপ্লেক্সে সাঁতার শিখবে শিশু-কিশোররা

কিশোর বাংলা প্রতিবেদনঃ সিজেকেএস-জিপিএইচ ইস্পাত সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে যাত্রা শুরু করলো চট্টগ্রাম সুইমিং কমপ্লেক্স। দিনব্যাপী এ প্রতিযোগিতায় ২৪টি দল অংশ নিয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকালে মেয়র আ জ ম নাছির উদ্দীন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

মেয়র বলেন, শহুরে ছেলেমেয়েরা অনেকেই সাঁতার জানে না। ধর্মীয় উৎসব বা পালা-পার্বণে নাড়ির টানে এদের অনেকেই গ্রামের বাড়িতে যান। গ্রামের পুকুরে গোসল করার সময় অনেক শিশু-কিশোর জলে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে নির্মিত এ সুইমিং পুল শহুরে ছেলেমেয়েদের সাঁতার শেখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি বলেন, সুইমিং পুল ব্যবস্থাপনার জন্য নীতিমালা তৈরি করা হবে। নীতিমালার আলোকে এখানে সদস্য অন্তর্ভুক্তিসহ সব কার্যক্রম সম্পন্ন করা হবে। সুইমিং পুলে নারীদের সাঁতার শেখার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। গরিবদের জন্য বিনা ফি-তে সাঁতার শেখার ব্যবস্থাও রাখা হবে।

সুইমিং কমপ্লেক্স রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন মেয়র।