এশিয়া প্যাসিফিক কনভেনশনে বাংলাদেশের ৯ শিশু

কিশোর বাংলা প্রতিবেদন: ১২ থেকে ২৪ জুলাই জাপানের ফুকুওকায় অনুষ্ঠেয় ৩০তম এশিয়া প্যাসিফিক শিশু কনভেনশনে যোগ দিচ্ছে বাংলাদেশের নয় সদস্যের শিশু সাংস্কৃতিক দল। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সঙ্গে শিশু কনভেনশনে যোগ দিবে তারা। এ উপলক্ষে এর আগে শিশু একাডেমি মিলনায়তনে অংশগ্রহণকারী শিশুদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি থেকে মেহের আফরোজ চুমকি বলেন, ‘আজকের শিশুরাই আগামীদিনে নেতৃত্ব দিবে। দেশের গুরুত্বপূর্ণ নানা দায়িত্ব পালন করবে। ওরিয়েন্টেশনে অংশ নেয়া শিশুরা এশিয়া প্যাসিফিক দেশের শিশুদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এক সময় এরা শিল্প সংস্কৃতির মাধ্যমে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।’
৩০তম এপিসিসিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশের শিশু সাংস্কৃতিক দল  সিঙ্গাপুর এয়ারলাইন্সে ফুকুওকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। জাপানের ফুকুওকায় আজ শুরু হয়ে শিশু কনভেনশনটি চলবে ২৪ জুলাই পর্যন্ত। বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে ও ব্রিজ ক্লাব বাংলাদেশের সহযোগিতায় ১৯৮৯ সাল থেকে প্রতি বছর জাপানের ফুকুওকায় এশীয় প্যাসিফিক চিলড্রেন কনভেনশন (এপিসিসি) অনুষ্ঠিত হয়।