: মাটিতে ধপ করে কিছু পড়ার শব্দ হতেই মাসুমের বৌ ছুটে এলো। স্ত্রী : কি গো, কিসের শব্দ হলো? মাসুম : ও কিছু না, খাট থেকে আমার জাম-প্যান্টটা পড়ে গিয়েছে। স্ত্রী : কিন্তু জামা-প্যান্ট পড়লে তো এতো জোরে শব্দ হওয়ার কথা নয়। মাসুম : আসলে জামা প্যান্টের ভেতরে যে আমিও ছিলাম।
কৌতুক সংগ্রাহক :অমিয় ঘোষ, নালিতাবাড়ি পুলিশ লাইন হাইস্কুল, নালিতাবাড়ি, নেত্রকোনা।