কিশোরবাংলাপ্রতিবেদন: ২ বছরের শিশু পেল সেরা ভক্তের শিরোপা। আইসিসি প্রতি সপ্তাহে সেরা ক্রিকেট ভক্তকে পুরষ্কৃত করে। এবার সেই পুরষ্কার পেয়েছে বাংলাদেশের ২ বছরের আলি।
নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সঙ্গে আলির অনুশীলনের ভিডিও পোস্ট করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
যে ভিডিওয় দেখা যাচ্ছে ২ বছরের আলি তার বাবার সঙ্গে ব্যাটিং অনুশীলন করছে। একদম পেশাদার ক্রিকেটারদের মতো কভার ড্রাইভ মারছে আলি। ভিডিওতে দেখা যাচ্ছে বাবার নির্দেশমতো শট খেলছে আলি।
আইসিসি তাদের পোস্টে লিখেছে, ‘মাত্র ২ বছর বয়স। এই বয়সেই অফসাইডে দারুণ শক্তিশালী আলি। ব্যাটিং ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছে শিশুটি। তুমিই এই সপ্তাহের সেরা ভক্ত। বাবার সঙ্গে বেশি বেশি করে খেল। একদিন বাংলাদেশের হয়ে তুমি ভালো করতে পারবে।’
আইসিসির সপ্তাহের সেরা ভক্তের পুরষ্কার পাওয়ার তো আলির জনপ্রিয়তা বেড়ে গেছে। জাতীয় দলে সুযোগ পাবে কিনা তা ভবিষ্যতই বলবে।