কিশোরবাংলাপ্রতিবেদন: রাজধানীতে শুরু হলো বিশ্বসাহিত্য কেন্দ্রের বর্ণাঢ্য পুরস্কার বিতরণী উৎসব। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন সংলগ্ন মাঠে উৎসবটির আয়োজন করা হয়। উৎসবে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় ঢাকা মহানগরীর স্কুল পর্যায়ের ২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এ উৎসবে তিনটি পর্বে সবমিলিয়ে ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ছয় হাজার ১৯৪ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও কবি ড. কামাল আবু নাসের চৌধুরী, জনপ্রিয় লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল; কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এবং নাট্যাভিনেতা, অনুবাদক ও লেখক খায়রুল আলম সবুজ।
এতে আরও উপস্থিত ছিলেন নৌ-পরিবহন সচিব ও কবি আবদুস সামাদ; কথাসাহিত্যিক আনিসুল হক এবং গ্রামীণফোনের কর্পোরেট অ্যাফেয়ার্স পরিচালক এস. এম রায়হান রশীদ।
পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন ও মূল্যবান পরামর্শ দেন উৎসবের অন্যান্য অতিথিরাও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।