স্কুল ব্যাংকিং: নীলফামারীতে সঞ্চয় আড়াই কোটি টাকা
কিশোর বাংলা প্রতিবেদন: নীলফামারী জেলার ১৩টি ব্যাংকে স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে আড়াই কোটি টাকা সঞ্চয় করেছে শিক্ষার্থীরা। ২০১০ সাল থেকে ব্যাংকগুলোতে তিন হাজার পাঁচশ শিক্ষার্থী তাদের সঞ্চয়ী হিসাবে টাকা জমা করেছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং ও আর্থিক শিক্ষা মেলায় এ তথ্য জানান স্কুল ব্যাংকিং ‘তত্বাবধায়ক ব্যাংক’ জনতা ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক জিয়াউর রহমান।
জেলার ১৩টি ব্যাংকের উদ্যোগে যৌথভাবে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম।
অনুষ্ঠানে জিয়াউর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিতব্যায়ী হিসেবে গড়ে তুলতে, অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি করতে এবং সঞ্চয় করার মনোভাব গড়ে তুলতে বর্তমান সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ২০১০ সাল থেকে সারাদেশে শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করে।