স্কুলে যাচ্ছে ২ লাখ রোহিঙ্গা শিশু, শিখছে বার্মা ও ইংরেজি ভাষা

কিশোর বাংলা প্রতিবেদন: কক্সবাজারের বালুখালী ক্যাম্পে অবস্থিত ইউনিসেফ পরিচালিত একটি শিক্ষাকেন্দ্র। এক বছর আগে গণহত্যা ও নির্যাতনের বিভীষিকা পেরিয়ে প্রায় ২ লাখ রোহিঙ্গা শিশু এখন ক্যাম্পে পড়ালেখার কিছুটা সুযোগ পাচ্ছে। এখানে শূন্য থেকে ১০ বছর শিশুদের পাঠদান করা হচ্ছে। তাদের শেখানো হচ্ছে বার্মা ও ইংরেজি ভাষা।
বাংলাদেশ দুযোর্গ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থীবিষয়ক সেলের তথ্যমতে, গত ২৫ আগস্ট ২০১৭ থেকে ১৯ আগস্ট ২০১৮ পর্যন্ত কক্সবাজারে আশ্রয় নিয়েছে ১১ লাখ ১৮ হাজার ৫৫৭ জন, শূন্য থেকে ১০ বছরের শিশুর সংখ্যা ৪ লাখ। এসব শিশুর মধ্যে ৫২ শতাংশ স্কুলে যায়। তারা বার্মা ও ইংরেজি ভাষা শিখছে। সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন এনজিও তাদের শিক্ষার ব্যবস্থা করেছে।
বিভিন্ন এনজিওর পরিচালিত অন্তত এক হাজার ২০০ শিক্ষাকেন্দ্র থেকে ৩০টি ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের শিক্ষাদান করা হচ্ছে। তবে এগুলো যথেষ্ট না হওয়ায় আরও শিক্ষাদান কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। যদিও ক্যাম্পগুলোতে ঠিক কতগুলো মাদ্রাসা, মক্তব বা ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।