কিশোরবাংলাপ্রতিবেদন: সৌদি আরবে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্কুলের উন্নয়নে ও চলমান আর্থিক সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত প্রবাসীকল্যাণ তহবিল থেকে ১০ কোটি টাকা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বাংলা কারিকুলাম) কর্তৃপক্ষকে তিন কোটি টাকার চেক হস্তান্তর করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
মঙ্গলবার (১৫ মে) সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রবাসীবান্ধব। তাই প্রবাসীদের সন্তানদের পড়াশোনা নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে অর্থ বরাদ্দ দিয়েছেন।
এসব অর্থ সঠিকভাবে স্কুলের উন্নয়নে ব্যয় করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন রাষ্ট্রদূত। এছাড়া ছাত্রছাত্রীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ সম্পর্কে পাঠদানের মাধ্যমে তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্যও শিক্ষকদের প্রতি আহবান জানান।