সোনাই ত্রিপুরা পাড়ার শিশুদের পাশে জেলা প্রশাসন

কিশোর বাংলা প্রতিবেদন: অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যুর ঘটনার পর হাটহাজারীর ফরহাদাবাদের ত্রিপুরা পাড়ার আরও ২৫ জন শিশু হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এসব শিশুদের জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিধানের কাপড় প্রদান করা হয়েছে।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ২৫ শিশুদের হাতে এসব কাপড় তুলে দেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
এছাড়াও সোনাই ত্রিপুরার উন্নয়নে নানা প্রকল্প গ্রহণের জন্য প্রধানমন্ত্রী দফতরের চিঠি পাঠানোরও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
এসময় হাম রোগে আক্রান্ত শিশুদের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
শিশুদের কাপড় বিতরণকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী, উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।