সেরা বাংলাবিদ খেতাব জিতল নুসরাত সায়েম
কিশোর বাংলা প্রতিবেদন : শুদ্ধ উচ্চারণ, বানান ও বাংলা ব্যাকরণের সঠিক ব্যবহার ছড়িয়ে দিতে মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সেরা বাংলাবিদ বিজয়ী হয়েছেন ঢাকার মেয়ে নুসরাত সায়েম। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন সিরাজুল আরেফিন (খুলনা), যৌথভাবে তৃতীয় হয়েছেন লক্ষ্মীপুরের রাইসা সালসাবিল ও পাবনার সোয়েব আনিয়াদ খান তূর্য। পুরস্কার হিসেবে তারা পেয়েছেন যথাক্রমে তিনলাখ ও দুইলাখ টাকার মৃধাবৃত্তি।
এছাড়াও প্রথম থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকার সমমূল্যের একটি করে ল্যাপটপ ও ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য বাংলা বই ও বই রাখার আলমারি।
অন্যসব প্রতিযোগিতা থেকে একটু ব্যতিক্রম। গান কিংবা নাচ নয়, বুদ্ধিমত্তা ও মননশীলতার প্রতিযোগিতা। আর সেটা হচ্ছে নিজ ভাষা ও শব্দ নিয়ে খেলা। সেই সঙ্গে ছিল ব্যাকরণ প্রয়োগের পরীক্ষা। তাই প্রতিযোগীদের মধ্যে শুরুতেই ছিল টানটান উত্তেজনা। বিচারকদের সামনে তারা একে একে বাংলা শুদ্ধ উচ্চারণ, বানান ও ব্যাকরণ প্রয়োগ দেখিয়েছে। মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে। আর এ প্রতিযোগিতায় সেরা বাংলাবিদের খেতাব জিতেছেন ঢাকার নুসরাত সায়েম। সেরা ছয় প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের মুকুট গেল তারই মাথায়। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে সিরাজুল এবং তৃতীয় হয়েছে যৌথভাবে রাইসা ও তূর্য।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসে বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় রিয়ালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর চূড়ান্ত পর্ব ও মহোৎসব। চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয় সেরা ছয় প্রতিযোগী প্রতীক পনতীর্থ, সিরাজুল আরিফিন, সোয়েব সানিয়াদ খান, সমর্পণ বিশ্বাস, রাইসা সালসাবিল ও নুসরাত সায়েম। এতে বিজয়ী হয় নুসরাত সায়েম।
প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে নানা আয়োজন। প্রতিযোগীরা বাংলা ভাষা নিয়ে গেম শো রাউন্ডে অংশ নেয়। গেম শোগুলোর মধ্যে ছিল আমার পছন্দ, গানে গানে খেলা, হিজিবিজি, প্রতিদিনের ভুলগুলো এবং আমার কথা বুঝতে পারো। ভিন্ন মাত্রা যোগ করতে ছিল প্রখ্যাত দুই শিল্পীর কণ্ঠে গান। ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার…’ গান পরিবেশন করেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গান পরিবেশনের পাশাপাশি ছিলেন চ্যানেল আই সেরা নাচিয়ে তুষার ও তাঁর দলের কোরিওগ্রাফি।
সাতটি বিভাগীয় শহরে বাছাইপর্বের মধ্য দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠানটির প্রথম ধাপ। দেশের সব বাংলা, ইংরেজি ও মাদরাসা কারিকুলামের ষষ্ঠ থেকে দশম শ্রেণির (ইংরেজি মাধ্যমের স্ট্যান্ডার্ড সিক্স থেকে ও-লেভেল) ৩৫ হাজার শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্য থেকে শীর্ষ ৮০ জনকে নিয়ে শুরু হয় প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ।
বিচারক প্যানেলে ছিলেন সুবর্ণা মুস্তাফা, সৌমিত্র শেখর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
অনুষ্ঠানে আবৃত্তি করেন মাহিদুল ইসলাম। উপস্থাপনা করেন খায়রুল বাশার। অনুষ্ঠানটি পরিচালনা করেন তাহের শিপন।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সভাপতিত্বে মহোৎসবে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেডের উপদেষ্টা মিসেস জাহিদা ইস্পাহানি। আরো উপস্থিত ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেডের প্রধান পরিচালনা কর্মকর্তা সাইদ হাসান ও মহাব্যবস্থাপক ওমর হান্নানসহ চ্যানেল আইয়ের অন্যান্য কর্মকর্তা।