কিশোরবাংলাপ্রতিবেদন: সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা দিবসের সকালেই হাজির হয় একশ’র বেশি সুবিধাবঞ্চিত শিশু। উদ্দেশ্য স্বাধীনতা দিবসে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া। বেসরকারি, অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ) স্বাধীনতা দিবসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে এই আয়োজন করে।
সোহরাওয়ার্দী উদ্যান, হাইকোর্ট মোড়, রেল কলোনি ও ওসমানী উদ্যানে এইচএসএফ পরিচালিত বৃক্ষমায়া শিশু বিকাশ কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
সকাল ১০টায় শুরু হয় প্রতিযোগিতা। চারটি ভাগে বিভক্ত হয়ে ১৬টি ইভেন্টে অংশ নেয় তারা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয় পুরস্কার।
পুরস্কার বিতরণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক, এইচএসএফের চেয়ারম্যান এম এ মুকিত এবং প্রধান নির্বাহী বোরহানুল আশেকীন।
এসময় সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়। একই সাথে তাদের মাঝে তুলে ধরা হয় ১৯৭১ সালের ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের গুরুত্ব এবং পরবর্তী নয় মাসের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের বিজয়ের কাহিনী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃক্ষমায়া শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষকসহ স্বেচ্ছাসেবকরা।