সুন্দর হোক হাতের লেখা
কিশোর বাংলা প্রতিবেদন: বর্তমানে অনেকেই মনে করেন, কম্পিউটারের এই যুগে হাতের লেখা ভালো না হলে কী আসে যায়। কিন্তু ঝকঝকে ও সুন্দর হাতের লেখার কদর সব সময়ই আছে।
আর এ জন্য ছোটবেলা থেকেই সুন্দর হাতের লেখার চর্চা শুরু করা উচিত। যেদিন শিশুর হাতে খড়ি হলো, সেদিন থেকেই নজর দিন তার হাতের লেখার দিকে।
প্রথমত, শিশুদের সামনে সুন্দর হাতের লেখা তুলে ধরতে হবে, যেন সেই লেখা অনুসরণ করে তারা নিজেদের লেখা সুন্দর করতে পারে।
শিশুদের প্রায়ই তাগাদা দেওয়া হয় দ্রুত লেখার জন্য। হাতের লেখা খারাপ হওয়ার এটি আরেকটি কারন। ঘড়ি ধরে দ্রুত লেখা অনুশীলন করা যেতে পারে এ ক্ষেত্রে। হাতের লেখা সুন্দর রেখে দ্রুত লেখায় অভ্যস্ত করে তুলতে হবে শিশুদের। প্রথম দিন হয়তো এক পাতা লিখতে অনেক সময় লাগবে। অনুশীলনের মাধ্যমে এরপর সময়টি ধীরে ধীরে কমে আসবে ।
বলপয়েন্ট কলম নয়, বরং বাচ্চাদের উচিত পেনসিল দিয়ে লেখা। মূলত পড়াশোনার পাশাপাশি প্রতিদিন একপাতা করে লেখা শেখানো, অনুশীলন করানো উচিত।
আরো কিছু পরামর্শ হলো: বাচ্চাদের খাতার পুরো লইন ভরে লেখানো উচিত; প্রতিটি বর্ণ যেন সমান হয়, সেদিকে লক্ষ রাখতে হবে; পেনসিলের শিষ থেকে এক ইঞ্চি দূরত্বে পেনসিল ধরতে হবে; সঠিক উচ্চতার চেয়ার-টেবিলে বসে লেখা লিখতে হবে। মেরুদণ্ড সোজা করে বসতে হবে; প্রাথমিক পর্যায়ে বর্ণগুলো সোজা করে লিখতে হবে; তিনকোনা বর্ণগুলো সবচেয়ে সোজা, আগে সে অক্ষরগুলো থেকে লেখা অনুশীলন শুরু করতে পারে যেমন-ব,ক; কোন বর্ণে মাত্রা আছে, কোনটায় অর্ধমাত্রা ইত্যাদি ভালোমতো জেনে সে অনুযায়ী অনুশীলন করান।