সিলেটে শিশু আদালতের যাত্রা শুরু

কিশোর বাংলা প্রতিবেদন: সিলেটে শিশু আদালতের যাত্রা শুরু হয়েছে। ঢাকার বাইরে এই প্রথম সিলেটে শিশু আদালতের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
জেলা ও দায়রা জজ ভবনে নতুন এই আদালতের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
উদ্বোধনকালে তিনি বলেন, ‘শিশুরাই দেশ ও জাতির কর্ণধার। তাদেরকে আদর্শবান ও শিক্ষিত করে গড়ে তোলা আমাদের দায়িত্ব। কোন শিশুই অপরাধী হয়ে জন্মায় না, বরং কিছু স্বার্থান্বেষী মানুষের কারণে তারা বিপথগামী হয়। শিশুরা যাতে বিপথগামী না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে’।
তিনি বলেন, শিশু আইন-২০১৩ তেও কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। বিচারক ও বিশেষজ্ঞদের গবেষণায় ত্রুটি-বিচ্যুতিগুলো চিহ্নিত হয়েছে। এগুলো দূর করে শিশু আইন-২০১৩ সংশোধন করা হলে শিশু আদালতের মামলাগুলোর গুণগতমান বৃদ্ধি করে নিষ্পত্তি সম্ভব হবে।