সিডনিতে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
কিশোর বাংলা প্রতিবেদন: অস্ট্রেলিয়ায় প্রবাসী প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতি চর্চা ধরে রাখতে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘দিগন্ত’।
আগামী ৭ অক্টোবর সিডনির ওরিয়ন ফাংশন সেন্টারে বাংলাদেশি প্রতিভা খুঁজতে ‘ট্যালেন্ট শো’ হবে বলে আয়োজকরা জানান।
এই উপলক্ষে স্থানীয় সময় রোববার সিডনির ব্যাংকসটাউন সিনিয়র সিটিজেন সেন্টারে প্রতিযোগীদের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিচারক ছিলেন বাংলাদেশ থেকে আসা চিত্রনায়ক ফেরদৌস, নৃত্যশিল্পী শামিম আরা নিপা ও সঙ্গীত শিক্ষক কাকলী মুখার্জি।
মূল অনুষ্ঠানে প্রবাসে বেড়ে উঠা শিশুরা বাংলা গান ও নাচে প্রতিযোগিতা করবেন। মোট ২১ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেবেন।
আয়োজক কমিটির পক্ষে ফারজানা ইউসুফ লিটা মিডিয়াকে বলেন, প্রতিভা অন্বেষণের উদ্দেশ্য নিয়ে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্ম বাংলা সংস্কৃতি ও কৃষ্টিকে যেন শেকড় হিসেবে ধারণ করে তারই প্রেরণা দিতে অস্ট্রেলিয়া ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘দিগন্ত’ এ প্রতিযোগিতার আয়োজন করেছে।