সমুদ্র সার্ফিংয়ে অন্ধ কিশোরীর সফলতা!
কিশোর বাংলা প্রতিবেদন: অন্ধ হয়েও অনেক রকম কীর্তি গড়েছেন অনেকে। কিন্তু, তাই বলে সমুদ্রে উত্তাল ঢেউয়ের মাঝে কেউ দেখাবে দুঃসাহসিকতা। হ্যাঁ, এমনটাই করেছেন স্পেনের কারমেন লোপেজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সমুদ্রে সার্ফিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে হইচই ফেলে দিয়েছেন তিনি।
লোপেজ জানিয়েছেন, কোনো প্রতিকূলতার কাছে তিনি হার মানেননি। অসাধারণ প্রতিভার কারণেই এই দুঃসাহসী কাজটি করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন তার কোচ গার্সিয়া।
চোখের আলো নেই। ঠিক ভাবে পথ চলাই দায়। আর সেখানে সমুদ্রে সার্ফিং। কি সাঙ্গাতিক ব্যাপার বলুন তো। যাই হোক। মনের আলোতে জোর থাকলে সবই সম্ভব। এমনই রোমাঞ্চ ছুয়েছে স্পেনের ক্যারমেন লোপেজকে।
বয়স মাত্র ১৯। তাতে কি? সমুদ্রের বিশালতার সঙ্গে মিশে যেতে চান লোপেজ। স্বপ্ন দেখতেন ছোটবেলা থেকে। ঢেউয়ের তালে তালে সার্ফিংয়ে উঠবেন মেতে। তারপর প্রশিক্ষণ। কঠোর পরিশ্রম। শেষ পর্যন্ত স্বপ্ন হলো সত্যি।
দমে যাননি লোপেজ। তিনি এখন স্পেনের প্রথম অন্ধ নারী সার্ফার। শুধু তাই নয়, নিজ দেশের পতাকাও উড়াচ্ছেন বিশ্বদরবারে।
কিন্তু শুরুটা মসৃণ ছিলো না। জন্মগতভাবে তিনি আক্রান্ত গ্লুকোমায়। বহু প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছেন দৃষ্টিহীন লোপেজ। এখনতো তিনি সবার পরিচিত মুখ। নিজের সঙ্গে লড়াই আর একাগ্র চিত্তে সাধনা করে পরিণত সার্ফারের মতো দাপিয়ে বেড়াচ্ছেন সমুদ্রের প্রসারিত বুক।