সন্তানের সাথে সম্পর্ক কেমন হওয়া প্রয়োজন
কিশোর বাংলা প্রতিবেদন: সন্তানের সাথে সম্পর্ক পাতানোর মূলমন্ত্র হচ্ছে বন্ধুত্ব। তাই কিছু সতর্কতা অবলম্বন করে বাবা-মা খুব সহজেই হয়ে উঠতে পারে সন্তানের খুব কাছের বন্ধু। সন্তানের সাথে বন্ধু হওযার প্রাথমিক উদ্যোগ বা দায়িত্ব নিতে হবে বাবা-মা দুজনকেই এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে উভয়ের মাধ্যমে। এ সম্পর্ক খারাপ হলে পরিবারে নানা জটিলতা আর অশান্তির সৃষ্টি হয়। বাবা-মায়ের প্রয়োজন সন্তান সঠিক শিক্ষা দীক্ষা দিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তোলা।
দায়িত্ব পালন এক বিষয়, আর বন্ধুত্বের সম্পর্ক সম্পূর্ণ অন্য একটা বিষয়। ছোটবেলা থেকেই শিশুর সাথে খেলাধুলা করুন, বই পড়ুন। শিশুর সাথে বসে টিভিতে শিশুদের অনুষ্ঠান দেখুন। শিশুকে অন্য শিশুর সাথে মিশতে, খেলতে দিন। এতেই বোঝা যাবে আপনার শিশুর পছন্দ, অপছন্দ, ভালো লাগা আর না লাগার কথা। শিশুর পছন্দকে গুরুত্ব দিন তবে ওর পছন্দই যেন সবচেয়ে বেশি গুরুত্ব না পায়।
পরিবারের সুখ-শান্তি রক্ষায় আলোচনার কোনো বিকল্প নেই। তাই, শিশুকে – শিশু না ভেবে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে গণ্য করে আলোচনায় ওকেও অংশ নিতে নিন। শিশুর কথা মনোযোগ দিয়ে শুনুন এবং ওকে বলার সুযোগ দিন। এর মধ্য দিয়ে আপনার সন্তানটিও বুঝবে যে সে পরিবারের একজন সদস্য এবং ওর মতামতেরও মূল্য আছে।
আজকের যুগের জীবনযাত্রা মোটেই সহজ নয়, কিন্তু তারপরও মা-বাবা তাদের দৈনন্দিন জীবনের চাপ সন্তানদের ওপর চাপিয়ে দেবেন না। কারণ শিশুদের মন খুবই নরম, ওরা সব বাবা-মায়ের সব কথার উত্তর না দিলেও তা ওদের মনে নেতিবাচক প্রভাব ফেলে, খুব সহজেই। দৈনন্দিন সমস্যার কথাও সন্তানদের সাথে শেয়ার করুন। হয়ত ওদের কাছে থেকেই পেয়ে যাবেন সমস্যার সমাধান। বকাঝকা করে বা ভয় দেখিয়ে সন্তানদের কাছে আনা যায় না।
সন্তান এবং বাবা-মায়ের ভেতর এমন সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে হবে যেন, একে-অপরকে নির্দ্বিধায় সব কথা বলতে এবং বুঝতে পারা যায়। ভুল-ত্রুটি আমাদের সবারই থাকে। এই বয়সে বাচ্চাদের ভুল হবেই। সন্তানের ভুলগুলো গ্রহণ করার মানসিক বন্ধুত্ব পরায়ণ দক্ষতা বাবা-মা দুজনকেই দেখাতে হবে। প্রথমে বকাঝকা না করে শুনতে হবে, বুঝতে হবে। কেননা, পরবর্তী সময়েও যদি কোন ভুল করে তাহলে সবার আগে আপনাকেই বলবে।
সবারই নিজস্ব একটা পৃথিবী থাকে। ধৈর্য সবাইকে ধারন করতে হবে। ইতিবাচক বিষয়ে সম্মান প্রদর্শন করতে হবে এবং নেতিবাচক বিষয়ে বন্ধুত্বপরায়ন সমাধান বের করতে হবে।