শেষ শিশু প্রহরে বইমেলাতে শিশুদের উপচে পড়া ভিড়

কিশোর বাংলা প্রতিবেদনঃ অমর একুশে বইমেলার শেষ শিশু প্রহরে শনিবার শিশু-কিশোরদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দূর-দূরান্ত থেকে আগত শিশুরা একদিকে বই কিনতে, অন্যদিকে সিসিমপুর শিশু চত্বরে হৈ-হুল্লোড়ে ব্যস্ত হয়ে পড়ে।

সোহওয়ারদী উদ্যানে একুশে বইমেলার একাংশে শিশু চত্বরে শিশু-কিশোরদের সঙ্গে সঙ্গে বড়দেরও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। টুকটুকি ও হালুমসহ সিসিমপুরের অন্যান্যদের নাচ ও গান দেখে অনেকটাই আত্মহারা শিশুরা। মিউজিকের তালে তালে শিশু-কিশোরদেরও নাচতে দেখা গেছে। এ যেন শিশু মনের প্রত্যাশিত আনন্দ।

এসব শিশু-কিশোরদের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে শিশুতোষ উপন্যাস, মজার গল্প, বিজ্ঞানভিত্তিক গল্প-উপন্যাস, সৌরজগৎ, নানা আবিষ্কারের গল্প, ভুতের গল্প, গোয়েন্দা কাহিনীসহ বিভিন্ন লেখকের মজার মজার বই কিনতে দেখা গেছে। বইমেলায় অনেকগুলো দোকান ঘুরে ঘুরে তারা বই কিনেছে। তাদের কেউ কবিতা, কেউ ভৌতিক গল্পের বই, কেউবা বিজ্ঞানভিত্তিক গল্প ও ছড়ার বই কিনেছে বলে জানায়।

শিশুরা আরও জানায়, তারা মেলায় সিসিমপুর দেখতে এসেছে, সিসিমপুরের নাচ দেখে দবেই বাড়ি ফিরতে চায় তারা। মেলায় বই কেনার ফলে শিশুদের মধ্যে পড়াশোনার আগ্রহ বেড়ে যায়। তারা তাদের পছন্দের বইটা কেনার সুযোগ পায়। এতে করে তার সুপ্ত প্রতিভা জেগে ওঠার জন্য সহায়ক হয়।

বইমেলার শেষ শিশুপ্রহরে অনেক অভিভাবকই বাচ্চাদের নিয়ে আসেন।

সিসিমপুরের আয়োজক প্রকাশনা স্টলের বিক্রেতা আজহারুল ইসলাম বলেন, বইমেলায় প্রতি শুক্র ও শনিবার সিসিমপুর আয়োজন করা হয়। আজ শেষবারের মতো সিসিমপুর আয়োজন করা হয়েছে। দুপুর পৌনে ১২টায় ও দুপুর আড়াইটায় সিসিমপুরের নাচ পরিবেশন করা হবে।

তিনি বলেন, অন্যান্য দিনের চাইতে শিশুপ্রহরের শেষের দিন বাচ্চাদের বই বিক্রি বেড়ে গেছে। সকাল থেকেই উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে সিসিমপুর স্টলে।