শীতের প্রকোপে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

কিশোর বাংলা প্রতিবেদন: মাগুরায় শীতের প্রকোপে ডায়রিয়া কলেরাসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে শীতের শুরু থেকে প্রতিদিন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে দুই থেকে তিন শতাধিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে

মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালে শিশু ওয়ার্ডে বেডের সংখ্যা মাত্র ১০টি সিটের সংখ্যা কম হওয়ায় প্রতি বেডে দুই শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া অন্য ওয়ার্ড মেঝেতে রেখে শিশু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে

হাসপাতালে জানালার গ্লাস ভাঙা, দরজাজানালার ছিটকানি না থাকায় অসুস্থ বাচ্চাকে নিয়ে খুব কষ্ট করে রাত পার করতে হচ্ছে এতে শিশু আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে এছাড়া হাসপাতালের বাথরুম পরিষ্কার না থাকায় খুব কষ্ট করে এখান থেকে চিকিৎসা নিতে হচ্ছে

হাসপাতালের নার্স জানান, শিশু ওয়ার্ডে রোগীর সঙ্গে আত্মীয়স্বজন বেশি থাকায় আমাদের সেবা দিতে সমস্যা হচ্ছে আমরা একাধিকবার নিষেধ করলে তা মানছে না যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষিত করছে আমরা শিশুদের যথাসম্ভব চিকিৎসা সেবা দিচ্ছি তবে শীতজনিত কারণে রোগীর সংখ্যা বেড়েই চলেছে তবে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়লেও সিট সংখ্যা বাড়ছে না