শিশু কিশোরদের বিকাশে ‘সহজপাঠ বিদ্যালয়’
কিশোর বাংলা প্রতিবেদন: শিশু কিশোরদের সকল সম্ভাবনা বিকাশে দরকার সুস্থ-সুন্দর পরিবেশ। আর এ ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। সে লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করতে যাচ্ছে ‘সহজপাঠ বিদ্যালয়’।
শিক্ষাবিদ ও সাংবাদিক আবুল মোমেনের নেতৃত্বে আসছে বছরের জানুয়ারী মাস থেকে ঢাকার লালমাটিয়ার ‘বি’ ব্লকে ৭/১৭ নাম্বার বাড়িতে কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্কুলটির কর্তৃপক্ষ।
বিদ্যালয়টির কার্যক্রম ও পরিকল্পনা শিক্ষানুরাগী মানুষের কাছে তুলে ধরতে ৭ অক্টোবর শনিবার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, বিশিষ্ট গবেষক ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, মানবাধিকার-নেত্রী সুলতানা কামাল ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আরো অনেক বিশিষ্টজন।
আয়োজনে বক্তৃতাকালে শিক্ষাবিদ প্রফেসর ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সহজপাঠের উদ্যোগ আনন্দের মাধ্যমে শিক্ষাদান করা। সহজপাঠের সর্বাঙ্গিক মঙ্গল কামনা করি। সহজপাঠ যেন শিশু কিশোরদের মধ্যে থাকা সকল সম্ভাবনা তুলে আনতে পারে যেই কামনা করছি। শিক্ষাকে আনন্দ হিসাবে নিয়ে শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হবে এই প্রত্যাশা রইল।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, সহজপাঠ শিশু কিশোরদের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে একটি সামাজিক উদ্যোগ। আধুনিক, মানবিক, বিজ্ঞানভিত্তিক ও বাঙ্গালী সংস্কৃতি ধারন করেই এগিয়ে যাবে সহজপাঠ। সহজপাঠ বিদ্যালয়ের মূল লক্ষ্য শিশুর সামগ্রিক বিকাশ নিশ্চিত করা।