শিশু আত্মার অভিমান
শিশু আত্মার অভিমান
আরিফুর রহমান
আবার যদি জন্ম দাও,
ধর্ম , বর্ণ, ভূখন্ড চাইনা মাগো।
অবুঝ হয়েই থাকতে চাই
তোমার কোলে বাঁচতে চাই।
এমন শুনে! ভেবোনা গো মা-
আমি তোমার কাপুরুষ সন্তান।
কষ্ট নিও না, ভুল বুঝে…
আমিতো হতেই গিয়েছিলাম সু-পুরুষ
মানব সেবা করে, হতে চেয়েছি মহান পুরুষ।
কিন্তু দেখো! পৃথিবীর নির্মমতায়
ফিরে এসেছি থেকেই অবুঝ।
বর্ণ বুঝিনি, ধর্ম বুঝিনি
পাপ-পুন্যের মর্ম বুঝিনি।
গায়ের জোড়ে দখলে নেইনি ভূমি
তবে কোন বিবেকে? পাষন্ডরা…
করলো আমায় খুন।
পৃথিবীতে শান্তি কোথায়? ওরা বলে…
মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায়।
আমিতো দেখেছি, শান্তি যদি কোথাও মেলে
সেতো মাগো তোমার কোলে।
আবার যদি জন্ম দাও
ধর্ম, বর্ণ, ভূখন্ড চাইনা মাগো।
অবুঝ হয়েই থাকতে চাই
তোমার কোলে বাঁচতে চাই।