শিশুর সেবায় ক্যাঙ্গারু মাদার কেয়ার
কিশোর বাংলা প্রতিবেদন: ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’- অপরিণত ও কম ওজনে জন্ম নেওয়া নবজাতককে বাঁচাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত একটি চিকিৎসা পদ্ধতি, যা এখন সারাবিশ্বেই জনপ্রিয়।
বাংলাদেশ সরকারও এ ব্যাপারে জাতীয় গাইডলাইন প্রণয়ন করেছে। যার আওতায় সরকারি হাসপাতালগুলোতে ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’ পদ্ধতিতে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
ক্যাঙ্গারু মাদার কেয়ার হলো পূর্ণ সময়ের আগে (৩৭ সপ্তাহের আগে) ও স্বল্প ওজন (আড়াই কেজির কম) নিয়ে জন্ম নেওয়া কিংবা শারীরিকভাবে দুর্বল নবজাতককে মায়ের বুকের ওপর চামড়ার সঙ্গে মিশিয়ে রেখে সুস্থ করে তোলার একটি পদ্ধতি।
এ পদ্ধতিতে মায়ের দুই স্তনের ত্বকের সঙ্গে শিশুটির ত্বকের সংস্পর্শ ঘটাতে হয়। অর্থাৎ ক্যাঙ্গারু যেভাবে পেটের থলিতে শাবককে আগলে রেখে প্রাণ বাঁচায়, তেমনি কম ওজন ও অপরিণত নবজাতককে মা তার বুকে আগলে রেখে সুস্থ করে তোলেন।