শিশুর সেবায় ক্যাঙ্গারু মাদার কেয়ার

কিশোর বাংলা প্রতিবেদন: ক্যাঙ্গারু মাদার কেয়ার’- অপরিণত কম ওজনে জন্ম নেওয়া নবজাতককে বাঁচাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত একটি চিকিৎসা পদ্ধতি, যা এখন সারাবিশ্বেই জনপ্রিয়

বাংলাদেশ সরকারও ব্যাপারে জাতীয় গাইডলাইন প্রণয়ন করেছে যার আওতায় সরকারি হাসপাতালগুলোতেক্যাঙ্গারু মাদার কেয়ারপদ্ধতিতে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে

ক্যাঙ্গারু মাদার কেয়ার হলো পূর্ণ সময়ের আগে (৩৭ সপ্তাহের আগে) স্বল্প ওজন (আড়াই কেজির কম) নিয়ে জন্ম নেওয়া কিংবা শারীরিকভাবে দুর্বল নবজাতককে মায়ের বুকের ওপর চামড়ার সঙ্গে মিশিয়ে রেখে সুস্থ করে তোলার একটি পদ্ধতি

পদ্ধতিতে মায়ের দুই স্তনের ত্বকের সঙ্গে শিশুটির ত্বকের সংস্পর্শ ঘটাতে হয় অর্থাৎ ক্যাঙ্গারু যেভাবে পেটের থলিতে শাবককে আগলে রেখে প্রাণ বাঁচায়, তেমনি কম ওজন অপরিণত নবজাতককে মা তার বুকে আগলে রেখে সুস্থ করে তোলেন