শিশুর সাংস্কৃতিক পরিবেশ পাল্টে গেছে

কিশোর বাংলা প্রতিবেদন: ধর্মান্ধতা-জঙ্গিবাদের উত্থানের বিপরীতে জনমনে সাংস্কৃতিক বোধের অভাবের কারণে শিশুর সাংস্কৃতিক বিকাশের পরিবেশ ‘পাল্টে গেছে’ বলে মনে করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
কিশোর থিয়েটারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে শিশু একাডেমিতে আয়োজিত এক মিলনমেলায় তার এমন পর্যবেক্ষণ আসে।
কঁচিকাচার মেলা ও খেলাঘরের মত শিশু-কিশোর সংগঠনের নেতৃত্ব দিয়ে আসা শামসুজ্জামান খান বলেন, “একালে পরিস্থিতি পাল্টে গেছে। কারণ এখন কেউ আর নিজের খেয়ে বনের মোষ তাড়াতে চায় না।
 “আজকে যখন জঙ্গিবাদ ও ধর্মান্ধতার উত্থান দেখি, তখন যদি আমরা শিশু সংগঠনগুলোকে শক্তিশালী করে গড়ে তুলতে না পারি, তবে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। ”
কিশোর থিয়েটারের সভাপতি নিয়াজ আহমেদের সভাপতিত্বে এ আয়োজনের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
১৯৮৩ সালে শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশের জন্য ঢাকায় যাত্রা শুরু করে কিশোর থিয়েটার।  ৩৫ বছর ধরে সংগঠনটি শিশু-কিশোরদের নাট্যচর্চায় ভূমিকা রেখে আসছে।