কিশোরবাংলাপ্রতিবেদন: রাজধানীর শাহবাগের অন্যতম শিশু বিনোদনকেন্দ্র ‘শহীদ জিয়া শিশুপার্ক’ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “শাহবাগের ‘শহীদ জিয়া শিশু পার্ক’টির নাম পরিবর্তন করে শুধু ‘শিশুপার্ক’ করা হয়েছে। এটি এখন কাগজপত্রে ‘শিশুপার্ক’।”
“তবে নাম ফলকে ‘শহীদ জিয়া শশুপার্ক’ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ‘শহীদ জিয়া’ এই শব্দ দুটি বাদ দিয়ে শুধু ‘শিশুপার্ক’ করা হবে।”
সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা জানান। সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও প্রকল্পের বিবরণ তুলে ধরেন মন্ত্রী।