শহুরে জীবনে সুবিধাবঞ্চিত শিশু কিশোররা

কিশোর বাংলা প্রতিবেদন: ১০০ কোটিরও বেশি শিশু কিশোরসহ পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকের বেশি এখন নগর ও শহরে বাস করে। তারপরও, শহুরে জীবন সুবিধাবঞ্চিত শিশু কিশোররা। অনেকেই শিক্ষা, চিকিৎসা ও বিনোদন সুবিধার সুযোগসহ শহুরে জীবনের সুবিধাগুলো ভোগ করছে।

অসংখ্য শিশু কিশোর বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার মতো অত্যন্ত জরুরি কিছু সেবা থেকে বঞ্চিত, অথচ তারা সেসব সেবার খুব কাছাকাছিই অবস্থান করে।

যখন তাদের লেখাপড়ার জন্য শিক্ষালয়ে যাওয়ার কথা, তখন তারা নিয়োজিত আছে শোষণমূলক, ঝুঁকিপূর্ণ বিপজ্জনক কাজে। এ ছাড়া তাদের সর্বক্ষণের সঙ্গী হয়ে আছে রোগ, ব্যাধি এবং সরকারি ও বেসরকারি উচ্ছেদের হুমকি।

শহর জীবনের যে রঙিন স্বপ্ন গ্রামের শিশু কিশোরদের হাতছানি দিয়ে ডাকে তার পেছনে বাস্তবতার চেয়ে কাল্পনিক প্রাপ্তির আশাই শহরমুখিতার কারণ।

অভিভাবকহীন শিশু কিশোর একাকী অভিবাসী হলে তারা বিশেষভাবে প্রতারণা, নিপীড়ন ও পাচারের ঝুঁকির মধ্যে থাকে। উদ্বাস্তু শিশু কিশোররা একইভাবে ঝুঁকিপূর্ণ। এ ছাড়া যে সমস্ত শিশু কিশোর উচ্চতর পড়াশোনার আশা নিয়ে শহরে আসে তাদের জন্য সে আশা পূরণ যখন দুঃসাধ্য হয়ে যায়, তখন তাদের কাজ করতে হয় এবং কর্মস্থল থেকে পড়ার অনুমতি পাওয়া যায় না।

নগরজীবনে শিশু কিশোরদের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। একটি বৈষম্যহীন নগরের পথে বিশ্বের জনসংখ্যার এ বিরাট অংশ শিশুদের কখনই অবহেলা করা যাবে না। তাই নগর পরিকল্পনা শিশু কিশোরবান্ধব, বৈষম্যহীন ও সুরক্ষামূলক হিসেবে প্রণীত হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *