লেখা পাঠান উপহার জিতুন

কিশোর বাংলায় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক যে কোনো লেখা, যেমন : গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ প্রভৃতি বিষয়ক লেখা পাঠাতে চাইলে আপনার লেখা সংযুক্ত করে নিচের ইমেইল ঠিকানায় পাঠিয়ে দিন। আপনার লেখা নির্বাচিত হলে তা কিশোর বাংলার ওয়েব পোর্টালে প্রকাশ করা হবে। প্রকাশিত লেখার জন্য থাকছে কিশোর বাংলা তরফ থেকে বই, শিক্ষামূলক উপকরণসহ বিভিন্ন রকমের উপহার। তবে উপহার পেতে চাইলে আপনাকে সংযুক্ত থাকতে হবে কিশোর বাংলার ফেসবুক (https://www.facebook.com/KishoreBangla/) পেজের ফলোয়ার হিসেবে। লেখার সঙ্গে অবশ্যই আপনার ঠিকানা, যোগাযোগ নম্বর, ছবি দিতে হবে। লেখা পাঠানোর ঠিকানা-
সম্পাদক
কিশোর বাংলা
(মোহাম্মদী নিউজ এজেন্সীর একটি প্রকাশনা)
৯৩, মতিঝিল বা/এ, ১০ম তলা, ঢাকা-১০০০।
ওয়েবসাইট : www.kishorebangla.com
অথবা info@kishorebangla.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *