যুক্তরাষ্ট্রের স্কুলে শুরু সাকিব-কন্যার পড়াশোনা

কিশোর বাংলা প্রতিবেদন: ২০১৫ সালের ৯ নভেম্বর জন্মগ্রহণ করা সাকিব কন্যার বয়স এখন ২ বছর ৯ মাস। এরই মধ্যে স্কুল যাত্রা শুরু হয়ে গেছে অউব্রির। যুক্তরাষ্ট্রের একটি প্রি-স্কুলে ভর্তি হয়েছে সাকিব-শিশিরের কন্যা।
ক্লাস ওয়ান থেকে মূলধারার পড়াশোনা শুরু হলেও এর আগের সময়টিতে শিশুকে গড়ে তোলে প্রি-স্কুলগুলো। এই স্কুলগুলো সাধারণত প্লে-গ্রুপ, নার্সারি, কেজি ওয়ান বা কেজি টু পর্যন্ত হয়ে থাকে। প্রি-স্কুলগুলোতে যত্ন নিয়ে খেলার মাধ্যমে পড়ানো হয়ে থাকে কোমলমতি শিশুদের।
অউব্রিকেও পড়াশোনার সাথে পরিচয় করিয়ে দিতে প্রি-স্কুলে ভর্তি করেছেন সাকিব-শিশির। প্রি-স্কুলে কন্যার প্রথম দিন কাটানোর বেশ কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শিশির। ওই পোস্টের ক্যাপশনে সাকিবপত্নী লিখেছেন, ‘স্কুলের প্রথম দিন #মাইগার্ল #গ্রোয়িংআপটুফাস্ট #মাশাআল্লাহ #প্রিস্কুলার।