কবিতা মিয়া মনসফ এর কবিতা/ আমি রূপা বলছি September 3, 2017September 5, 2017 News Desk 0 Comments আমি রূপা বলছি সবুজ শ্যামল ছায়া ঘেরা নিভৃত এক গ্রাম আর দশটা গ্রামের মত আমার গ্রামের নাম। দুই বেলা ভাত জুটতো না তাই কষ্টে জীবন কাটে অভাবগ্রস্থ পরিবারে মন বসেনা পাঠে। জন্ম আমার আসানবাড়ী বাবার মৃত্যুর পর ভেঙ্গে ছুড়ে খান খান হলো একটি সুখের ঘর। পরিবারের ঘানি টেনে ক্লান্ত আমার মা আমিও ঠিক পণ করেছি দমে যাবো না। মানুষ আমি হবোই হবো যেই করেছি পণ চাকুরি ও টিউশানিতে করি উপার্জন। শিক্ষকতার চাক্রী পেতে ইন্টারভিউ দিয়ে- ফিরতে বাসে হিং¯্ররা সব আমার গেলো নিয়ে। তারপরে কি কি ঘটেছে তোমরা সবাই জানো আমার মতো তোমাদেরও হবে কি তা মানো? কেমন করে পুরুষ হয়ে করো নারীর ক্ষতি জবাব দেবেন কিনা বলুন এই যে সমাজপতি। আসানবাড়ীর কবর থেকে বলছি রূপা খাতুন ধর্ষন হত্যা বন্ধ করতে প্রতিবাদে মাতুন। Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window) Related