মানবতার আর্তনাদ
নাবিলা দিয়া
না আমি কখনো করিনি
না আমি কখনো দেখিনি
না আমি কখনো শুনিনি
তবুওতো ,
আমার কানে বাজে
আমার চোখে ভাসে
আমার আত্মা কাপে।
কেনইবা নয় ?
আজ বিশ্ব জানে
ফুটফুটে অস্ফুট ফুলগুলো
পানিতে ভাসমান ..
কান্নাজড়িত কন্ঠে
বেচে থাকার আর্তনাদ..
থেকে থেকে বাড়ছে
কর্দমাক্ত পচা লাশের মিছিল..
আচল হারিয়ে
নারীহৃদয় ক্ষতবিক্ষত ..
এই রুগ্ন হাহাকার
এই লাঞ্চনাময় আর্তনাদ
আমরা কি শুনছি না?
আমরা কি দেখছি না?
কেন
আমাদেরওতো বিবেক কাঁদছে ?
আজ স্বাধীন বলে
আজ মুক্ত বলে
ঘরছাড়া মানুষগুলোর প্রতি
সেই অস্ফুট ফুলগুলোর প্রতি
হাহাকার আহাজারিতে লিপ্ত
সেই ভাই বোনদের প্রতি
কেন নেই কোনো প্রতিবাদ?
কেন নেই হাত বাড়ানোর
উচ্ছ্বাস?
হে বিশ্ব ….
শুনছোতো, দেখছোতো,
বাড়াওনা হাতটা
থামিয়ে দাওনা
মানবতার লাঞ্চনা
আর গগনবিদারী আর্তনাদ।