ভারতে দেড় বছর আটক থাকার পর দেশে ফিরল দুই কিশোর

কিশোর বাংলা প্রতিবেদন: অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে প্রায় দেড় বছর আটক থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরেছে দুই বাংলাদেশি কিশোর।
সোমবার দুপুর ১২টার দিকে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ওই বাংলাদেশি কিশোরকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
ফিরে আসা কিশোররা হলো-সিরাজগঞ্জ জেলা সদরের কালিঘাট গ্রামের আবদুল কাদেরের ছেলে মেহেদী হাসান (১৩) ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার গোড়াইল গ্রামের ওমেদ ভুঁইয়ার ছেলে সুমন ভুঁইয়া (১৪)।
হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন জানায়, বাংলাদেশি কিশোর মেহেদী হাসান ও সুমন ভুঁইয়া প্রায় দেড় বছর আগে আন্না সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। পরে পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের ভারতের বালুঘাটে কিশোর শোধনাগার শোভায়ন হোমে পাঠায়।
সেখানে প্রায় দেড় বছর আটক রাখা হয় তাদের। সাজার মেয়াদ শেষে সোমবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশে ফিরে এলো তারা।