ছোট্ট নোমান দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে ওর বাবাকে বললো- বাবা বাবা, ভাইয়া না একটা আস্ত তেলাপোকা খেয়ে ফেলেছে!
– বলিস কী! তাহলে তো সর্বনাশ হয়ে গেছে!
– না বাবা, ভয় নেই। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আমি ভাইয়াকে তেলাপোকা মারার ওষুধ খাইয়ে দিয়েছি। তেলাপোকাটা ভাইয়ার পেটে গিয়েও আর কিছু করতে পারবে না।