কিশোর বাংলা প্রতিবেদন: ময়মনসিংহের গফরগাঁওয়ে বালি উত্তোলন দেখতে গিয়ে ড্রেজার চালকের ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে শিশু নিখোঁজ হয়েছে। রোববার উপজেলার দক্ষিণ টাঙ্গাব গ্রামের সৌদি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান।
নিখোঁজ ওমর আলী (৭) ওই এলাকার মোহাম্মদ আলম মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয়রা ড্রেজার চালকসহ তিন শ্রমিককে আটক করে পুলিশে দিয়েছে।
ওসি বলেন, ওমর অন্য শিশুদের সঙ্গে ড্রেজারে উঠে বালি উত্তোলন দেখতে যায়। এ সময় ড্রেজার চালকের তাড়া খেয়ে ব্রহ্মপুত্রে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হয়। ঘটনার পর এখনও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডুবুরীরা উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান তিনি। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রেজাউল করিম জানান, বিকাল ৫টায় টঙ্গী থেকে দুজন ডুবুরী এসে নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।