কিশোরবাংলাপ্রতিবেদন: সারা বিশ্বের প্রতি পাঁচ শিশুর একজন স্কুলে যেতে পারছে না। জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। বিশ্বব্যাপী ৫ থেকে ১৭ বছর বয়সী প্রায় ৩০ কোটি শিশু স্কুলে যায় না। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব শিশু স্কুলে যেতে পারছে না, তাদের এক-তৃতীয়াংশ সংঘাত বা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত অঞ্চলে বসবাস করে।
প্রতিবেদনটির শিরোনাম ‘আ ফিউচার স্টোলেন: ইয়ং অ্যান্ড আউট-অব-স্কুল’। এতে বলা হয়েছে, বিশ্বে বর্তমানে প্রতি পাঁচ শিশুর দুজন কখনো প্রাথমিক পর্যায়ের শিক্ষা শেষ করতে পারে না।