বাবুই শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ঘোষণা

কিশোর বাংলা প্রতিবেদন: শিশু কিশোরদের প্রকাশনা সংস্থা বাবুই -এর আয়োজনে প্রথমবারের মতো শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০১৭ ঘোষণা করা হয়েছে। পাঁচটি বিভিন্ন শাখায় এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এ বছর বিভিন্ন শাখায় যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন- মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস শাখায় আবুল কালাম আজাদ, কিশোর উপন্যাসে শামস সাইদ, গল্প শাখায় স্নিগ্ধা আফসানা রোশনী, ছড়ায় আহমাদ স্বাধীন এবং প্রবন্ধ/জীবনী শাখায় সৈয়দা আঁখি হক।
বাবুই-এর স্বত্বাধিকারী কাদের বাবু বলেন, শিশু কিশোর উপযোগী মৌলিক সাহিত্যকর্ম তুলে আনার জন্য আমাদের এ আয়োজন ছিল। দেশের খ্যাতিমান সাহিত্যিকরা বিচারকের দায়িত্ব পালন করেছেন। কয়েক ধাপে বাছাই শেষে মোট ৫টি পাণ্ডুলিপি নির্বাচন করা হয়েছে।
২০১৮ বইমেলায় এ পাণ্ডুলিপিগুলো বই আকারে প্রকাশ করা হবে। বই প্রকাশের পর এক অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের ক্রেস্ট, সম্মানপত্র ও সম্মানী দেওয়া হবে।