বাবা, তেলাপোকা খেতে কেমন?

খাবার টেবিলে বসে ছেলে : বাবা, তেলাপোকা খেতে কেমন?
বাবা : খাওয়ার সময় বাজে কথা বলতে হয় না। চুপচাপ খাওয়া শেষ করো। পরে শুনব।
খাওয়া শেষ হওয়ার পর বাবা : হুম, কী যেন বলছিলে?
ছেলে : বলছিলাম, ডালে একটা তেলাপোকা পড়েছে। কিন্তু তুমি তো সবটুকু ডাল খেয়ে ফেলেছ!
কৌতুক সংগ্রাহক : অপরাজিতা আহমেদ, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *