বাংলা আমার
বাংলা আমার
আলী রেজা
বাংলা আমার গানের ভাষা
প্রাণের কোণে বাস
বাংলা আমার সুরের ভাষা
কণ্ঠে বার মাস।
বাংলা আমার বাউল কবির
একতারাটার সুর
বাংলা আমার মাল্লা-মাঝির
বিশাল সমুদ্দুর।
বাংলা আমার চিরকালের
মাঠ-ফসলের গাঁও
বাংলা আমার চোখ জুড়ানো
বাদামতোলা নাও।
বাংলা আমার দোয়েল-শালিক
শাপলা শালুক বিল
বাংলা আমার মনমাতানো
আকাশভরা নীল।
বাংলা আমার দুপুরবেলা
হঠাৎ দমকা হাওয়া
বাংলা আমার বর্ষানদী
বৃষ্টিজলে নাওয়া।
বাংলা আমার শরৎশশী
শিউলিফোটা ভোর
বাংলা আমার রূপের রানি
স্নেহের বাহুডোর।