কিশোরবাংলাপ্রতিবেদন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সিটি গেইট হলে ‘বঙ্গবন্ধুর জন্মদিন’ শীর্ষক আলোচনা সভা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অষ্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শিশু-কিশোরদের চিত্রাঙ্কনে উপজীব্য বিষয় ছিল ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ।’
অনুষ্ঠানে জাতির জনকের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির অব্যাহত সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।